promotional_ad

নতুন ভূমিকায় ফিরছেন সালমান বাট

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান জাতীয় দলের হয়ে টেস্ট খেলার সম্ভাবনা খুব একটা নেই সালমান বাটের। সেকারণেই কায়েদ-এ-আজম ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। খেলার পরিবর্তে টুর্নামেন্টটিতে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন সাবেক এই অধিনায়ক। 


স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর ২০১৫ সালে ঘরোয়া ক্রিকেটে ফেরেন সালমান বাট। এরপর থেকে জাতীয় দলে জায়গা পাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি। 


গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে শীর্ষস্থানীয় পারফর্মারদেরও একজন বাট।  এরপরও জাতীয় দলে উপেক্ষিত রয়ে গেছেন এই বাহাতি ব্যাটসম্যান। তাই কায়েদ-এ-আজম ট্রফির দল সেন্ট্রাল পাঞ্জাব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। 



promotional_ad

 ইএসপিএন ক্রিকইনফোকে বাট বলেন, 'আমি নাদিম খানের (পিসিবির  এইচপি পরিচালক) সঙ্গে ক্যারিয়ার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি এবং তিনি আমাকে কিছু দারুণ উপদেশ দিয়েছেন। তাই আমি কায়েদ-এ-আজম ট্রফি থেকে নাম সরিয়ে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে যাচ্ছি।'


পাকিস্তানের হয়ে খেলার যে আর সুযোগ পাবেন না সেটিও উপলব্ধি করছেন বাট। হতাশা ভরা কণ্ঠে তাই তাঁর ভাষ্য, 'আমি বুঝতে পারছি পাকিস্তানের হয়ে আমার আর ভবিষ্যতে সম্ভাবনা নেই। তারপরেও ক্রিকেটে ফেরার পর থেকে আমি প্রচুর রান করেছি। মূলত জাতীয় দলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থেকেই আমি ঘরোয়া ক্রিকেটে ভালো করার জন্য বদ্ধপরিকর ছিলাম।'


বাটের জন্য অবশ্য ক্রিকেট ছেড়ে থাকার সিদ্ধান্ত সহজ ছিল না। তবুও নতুনদের সুযোগ করে দিতে জায়গা ছেড়েই দিতে হয়েছে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। যদিও পরিস্থিতি বিবেচনায় খেলা ছেড়ে দেয়াকে সঠিক সিদ্ধান্ত মানছেন তিনি।


বাট বলেন, 'ক্রিকেট ছেড়ে থাকা সহজ নয় এবং এটার জন্য কেউই প্রস্তুত থাকে না। তবু এটা সত্যি যে, আমি আজীবন ক্রিকেট খেলে যেতে পারব না। আমি সবসময় ভেবেছি ড্রেসিংরুমে বোঝা হয়ে ওঠার আগেই আমি খেলা ছেড়ে দেবো। সবকিছুতেই একটা সময় আসে, যখন আপনার ইতি টানতে হয় এবং নতুন কাউকে জায়গাটা ছেড়ে দিতে হয়।'



আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কায়েদ-এ-আজম ট্রফির চতুর্থ রাউন্ড। সেই পর্ব থেকেই ধারা বিবরণী দেবেন বাট। ধারাভাষ্যকার হিসেবে নতুন দায়িত্বে পথচলা শুরু করলেও সীমিত ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন এই পাকিস্তানী ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball