promotional_ad

৪০-৫০ দিনের জন্য আসবেন ম্যাকমিলান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন নতুন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান। পুরো সফরে তামিম-মুশফিকদের সঙ্গে ৪০-৫০ দিনের মতো কাজ করবেন তিনি।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বুধবার (২ অগাস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ম্যাকমিলান শ্রীলঙ্কায় যাবে সরাসরি। সম্ভবত ৪০-৫০ দিনের জন্য আসবে।’



promotional_ad

এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে ধারণা পেতে সদ্য বিদায়ী ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির পরামর্শ নিয়েছেন ম্যাকমিলান। মূলত বিসিবির অনুরোধেই সাবেক এই কিউই ব্যাটসম্যানকে সহযোগিতা করছেন ম্যাকেঞ্জি। 


আকরাম খানের ভাষায়, ‘কোচের সঙ্গে আলাপ করেছি। আমাদের আগের ব্যাটিং কোচকে অনুরোধ করেছি, তিনি যেন তার ধারণা, কোন প্লেয়ারের কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ এসব শেয়ার করেন আমাদের নতুন কোচের সঙ্গে। মিটিং শেষে সে (ম্যাকেঞ্জি) খুব ভালোভাবে নতুন ব্যাটিং কোচকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে।' 


আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে এরই মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে মুমিনুল হকদের দল। লঙ্কা সফরেই নতুন ব্যাটিং পরামর্শকের সাক্ষাৎ পাবেন তাঁরা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball