সরফরাজের পর হাফিজকে নেতৃত্ব দেয়া উচিত ছিল!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গেল বছর সরফরাজ আহমেদকে সরিয়ে টেস্টে আজহার আলীর কাঁধে নেতৃত্ব তুলে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হয় বাবর আজমকে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, এই নেতৃত্বভার ওঠা উচিত ছিল মোহাম্মদ হাফিজের কাঁধে।
সরফরাজকে নেতৃত্ব থেকে সরানোর পর পরই ৩৯ বছর বয়সী হাফিজকে এই গুরুদায়িত্ব দেয়া উচিত ছিল পিসিবির। নিজের ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে এই মন্তব্য করেছেন রশিদ। সাবেক এই ক্রিকেটার জানান, আজহার এবং বাবর নেতৃত্ব গুনের জন্য পরিচিত নন।

লতিফ বলেন, 'সরফরাজকে অধিনায়কের চেয়ার থেকে সরিয়ে দেবার পর হাফিজকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য দুজন ভিন্ন অধিনায়ক এসেছেন।'
'যদিও আজহার আলি ও বাবর আজম বিশ্বমানের ক্রিকেটার, তারা অধিনায়ক হিসাবে নিজেদের প্রমাণ করতে পারেনি। এটা বাবরের জন্য কঠিন, আজহারের জন্যও'। আরও যোগ করেন তিনি।
এর আগে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন হাফিজ। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতিয়েছেন ১৭ টি ম্যাচে, দল হেরেছে ১১ টিতে।
পাকিস্তান ওয়ানডে দলকেও নেতৃত্ব দিয়েছেন হাফিজ। ২ ম্যাচে অধিনায়কত্ব করে ১ ম্যাচ জিতেছেন হাফিজ, হেরেছেন অপরটিতে। ২০১২ সালে একটি টেস্টে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। যদিও সেটি হেরেছিল পাকিস্তান।