টাইগারদের ব্যাটিং পরামর্শক হলেন ম্যাকমিলান

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন আগেই পরিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। এরপরই নতুন পরামর্শক হিসেবে ম্যাকমিলানের নাম শোনা গিয়েছিল। এবার সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে এই কিউই ক্রিকেটারকেই নিয়োগ দিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০১৯ বিশ্বকাপের পড় নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন ম্যাকমিলান। তিনি কোচ থাকাকালে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। সুতরাং কোচ হিসেবে তাঁর সাফল্যের পরিধি খুব একটা ছোট নয়।
এরা আগে ম্যাকমিলানকে নিয়োগ দেয়ার একটি ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছিলেন, 'ম্যাকেঞ্জির শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আমরা তাকে নেয়ার চেষ্টা করছি। যদিও তাকে আগ্রহী মনে হচ্ছে না। এক্ষেত্রে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। আমরা সল্প সময়ের কোনও চুক্তিতে যেতে পারি।'
আকরাম আরো বলেন, 'কয়েকজনের সাথে আমাদের এই ব্যাপারে কথা হচ্ছে। এদের মধ্যে ম্যাকমিলান একজন। যদিও এখনও কিছু নিশ্চিত নয়। এই ব্যাপারে দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব।'