হিন্দু হওয়াটাই কাল হয়েছে কানেরিয়ার!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উমর আকমলের ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)) পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেছেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার দুর্নীতির ব্যাপারে পিসিবির 'জিরো টলারেন্স' নীতিরও তীব্র সমালোচনা করেন।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও নিশ্চুপ থাকায় তিন বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যান উমর আকমলকে। এরপর এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন তিনি। এরই ফলশ্র??তিতে তাঁর শাস্তি দেড় বছর কমিয়ে আনার ঘোষণা দেয় পিসিবি।

এখানেই মূলত আপত্তি স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া কানেরিয়ার। তাঁর মতে ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণেই লঘু পাপে গুরুদন্ড পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হন ৩৯ বছর বয়সী স্পিনার।
কানেরিয়া লিখেন, ‘জিরো টলারেন্স নীতি শুধুমাত্র দানিশ কানেরিয়ার ওপরই আরোপ করা হবে, অন্য কারো ওপর নয়? কেউ কি পারবেন আমাকে বলতে যে, কেন আমাকেই শুধু আজীবনের নিষেধাজ্ঞা দেয়া হলো, অন্য কাউকে নয়? এই নীতি শুধু ধর্ম, বর্ণ এবং শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের ব্যাক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি একজন হিন্দু। আমি আমার ব্যাকগ্রাউন্ড এবং ধর্ম নিয়ে সব সময়ই গর্ববোধ করি।’
২০১২ সালে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় দানিশ কানেরিয়াকে। প্রথমে নিজের অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে সবকিছু স্বীকার করেন তিনি। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ানডে খেলেছেন কানেরিয়া। টেস্টে তাঁর শিকার ২৬১টি উইকেট। অপরদিকে ওয়ানডেতে ১৫ উইকেটের মালিক তিনি।