শ্রীলঙ্কায় এইচপি দল পাঠাবে বিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কায় জাতীয় দল পাঠায়নি বাংলাদেশ। মূলত প্রস্তুতির স্বল্পতা এবং ক্রিকেটারদের আপত্তির কারণে লঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে বাংলাদেশ।
যদিও সেপ্টেম্বরে হাই পারফরম্যান্স দলকে শ্রীলঙ্কা পাঠাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরের সূচি আগে থেকেই চূড়ান্ত ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে সিরিজটি নিয়ে ধোঁয়াশা ছিল।

আসন্ন এই সিরিজটি নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনাও চলছে। সফর চূড়ান্ত হলে বাংলাদেশের দলটি যাবে হাম্বানটোটায়। সেখানে আইসোলেশন শেষে সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। এজন্য ৩৮ জনের দলও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা হচ্ছে। শ্রীলঙ্কা রাজি হলে আমরা দল পাঠাতে পারবো। আমরা সেভাবেই স্কোয়াড তৈরি করেছি। দুই বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে। সামনে নিশ্চয়ই কোনো আলোচনা হবে।'
শুধু এইচপি দল নয় জাতীয় দলকেও শ্রীলঙ্কায় পাঠানোর আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারে বাংলাদেশ দল।