promotional_ad

শেবাগের ট্রিপল সেঞ্চুরির চাইতে এগিয়ে শচিনের ১৩৬!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৯৯৯ সালে চেন্নাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে শচিন টেন্ডুলকারের করা ১৩৬ রানের ইনিংসটিকে মুলতান টেস্টে করা বিরেন্দ্রর শেবাগের ট্রিপ??? সেঞ্চুরির চাইতেও মূল্যবান বলে মনে করছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক।


শচিনের ইনিংসটি ছিল ম্যাচের শেষে ইনিংসে করা। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাকলাইন মুশতাকদের বিপক্ষে সেই ম্যাচে সেঞ্চুরি করেও দল জেতাতে পারেননি শচিন। ভারত ম্যাচটি ১২ রানে হারলেও ম্যাচ সেরা নির্বাচিত হন শচিনই।



promotional_ad

ইউটিউভে ক্রিকেট বাজ নামক অনুষ্ঠানে সাকলাইন বলেন, 'শেবাগের ট্রিপল সেঞ্চুরির চাইতে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে শচিনের করা ১৩০ ঊর্ধ্ব রানের (১৩৬ রান) ইনিংসকে এগিয়ে রাখব। কেননা আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম (চেন্নাই টেস্ট)। এটা ছিল দারুণ এক লড়াই।'


২০০৪ সালে মুলতান টেস্টে শেবাগের ব্যাটে আসে ৩০৯ রানের ইনিংস। টেস্টে এটাই ছিল প্রথম কোনও ভারতীয় ব্যাটসম্যানের ট্রিপল সেঞ্চুরি। সেই ম্যাচও খেলেন সাকলাইন। ৪৩ ওভার হাত ঘুরিয়ে ২০৪ রান খরচায় নেন এক উইকেট।


শেবাগের ইনিংস নিয়ে সাকলাইন বলেন, 'এটা ছিল ম্যাচের প্রথম ইনিংস। সে (শেবাগ) তুলনামূলক ভালো অবস্থান পেয়েছে। প্রকৃতি তাঁর ওপরে সদয় ছিল। আমি বলছি না যে সে ভালো ক্রিকেটার নয়। সে অবশ্যই অসাধারণ ক্রিকেটার। আমি আমি শোয়েব ইনজুরিতে পড়েছিলাম বলে বলছি না, উইকেটও কিন্তু ফ্ল্যাট ছিল তখন।



ভালো বোলিং করার মতো উইকেটও ছিল না। বোলারদের পারফরম্যান্স ভালো ছিল না। আমাদের বোর্ডেও কিছু জটিলতা সৃষ্টি হয়। ইনজামাম অধিনায়কত্ব পায় হুট করেই! শেবাগ অবশ্যই আক্রমণাত্মক ক্রিকেটার। তবে তাঁর ট্রিপল সেঞ্ছুরিকে আমি সেভাবে মূল্যায়ন করব না। আমি বলব প্রকৃতি তাঁকে সুযোগ করে দিয়েছে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball