promotional_ad

মুডির টি-টোয়েন্টি একাদশে নেই সাকিব-বাবর-গেইলরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বের প্রায় প্রতিটি লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অথচ তারকা এই অলরাউন্ডারকেই নিজের নির্বাচিত সেরা টি-টোয়েন্টি একাদশে রাখেননি টম মুডি। 


তবে অবাক করা ব্যাপার হলো শুধু সাকিবই নয়, মুডির একাদশে ঠাই হয়নি টি-টোয়েন্টি ফরম্যাটের এক নম্বর ব্যাট??ম্যান বাবর আজম, ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলের! 



promotional_ad

সানরাইজার্স হায়দরাবাদের সাবেক এই প্রধান কোচ তাঁর একাদশে অধিনায়ক কাম ওপেনার হিসেবে রেখেছেন রোহিত শর্মাকে। রোহিতের সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে মুডির পছন্দ তাঁরই স্বদেশী ডেভিড ওয়ার্নারকে। এরপর তিন নম্বরে ভারতের দলপতি বিরাট কোহলিকে রেখেছেন অস্ট্রেলিয়ান এই কোচ। 


চার এবং পাঁচ নম্বরের জন্য মুডির পছন্দের তালিকায় রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও ক্যারিবিয়ান নিকোলাস পুরান। অলরাউন্ডার কোটায় তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে রেখেছেন মুডি। 


স্পিনারদের মধ্যে সুনীল নারিন এবং আফগানিস্তানের রশিদ খান রয়েছেন এই একাদশে। দুই পেসারের হিসেবে মুডির দলে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ এবং ইংল্যান্ডের ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসার জফরা আর্চার। এছাড়া ১২তম সদস্য হিসেবে একাদশে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।  



টম মুডির টি-টোয়েন্টি বিশ্ব একাদশ: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, জফরা আর্চার, রবীন্দ্র জাদেজা (১২তম সদস্য)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball