ক্যাম্পে অসুস্থ হয়ে আইসোলেশনে কারান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮ জুলাই শুরু হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। এই টেস্টের আগে সাময়িক ধাক্কা খেল ইংল্যান্ড। তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সময় অসুস্থতা অনুভব করায় স্বেচ্ছা আইসোলেশনে চলে গেছেন তরুণ অলরাউন্ডার স্যাম কারান।
এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পেস বোলিং অলরাউন্ডার কারানের ডায়রিয়া আছে এবং তিনি অসুস্থতা অনুভব করছেন।

ম্যাচের প্রথম দিনে খেলেছেন কারান। ব্যাট হাতে অপরাজিত ছিলেন ১৫ রানে। কিন্তু এরপর দিন (বৃহস্পতিবার) আর মাঠেই নামেননি তিনি। ইসিবি থেকে বিবৃতি আসে তার একটু পরই।
আপাতত দলীয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছেন কারান। বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষাও করিয়েছেন তিনি, যার ফলাফল পাওয়া যাবে আজ (শুক্রবার)।
ইংল্যান্ড দলের পক্ষ থেকে অবশ্য আশা করা হয়েছে, করোনাভাইরাসের শঙ্কা তারা করছেন না। কেননা ঝুঁকিমুক্ত পরিবেশে সময় কাটাচ্ছে দুই দল।
এদিকে ইংল্যান্ডের স্কোয়াডের বাকি সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে আগামি রবিবার।