এবার গাঙ্গুলির পরিবারে করোনা আতঙ্ক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েকদিন আগেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবার ভারতের ক্রিকেট অঙ্গনেও ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এই ভাইরাস।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবারে হানা দিয়েছে করোনাভাইরাস। জানা গেছে গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলির স্ত্রী এবং শ্বশুর-শ্বাশুড়ি উভয়ই আক্রান্ত হয়েছেন কভিড ১৯ এ।

পাশাপাশি তাদের বাড়িতে কাজ করা গৃহকর্মীও আক্রান্তের তালিকায় রয়েছেন। শুক্রবার (১৯ জুন) প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আক্রান্ত এই চারজনই কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।
এই প্রসঙ্গে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘চারজনই শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিল আমাদের। যেগুলো কি না করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায়। তারা বেহালায় গাঙ্গুলিদের পৈতৃক বাড়িতে নয়, অন্য একটি বাড়িতে থাকছিলেন। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদের একটি নার্সিং হোমে নেয়া হয়েছে।’
করোনাভাইরাস মোকাবিলায় ভারতে লকডাউনের শুরু থেকেই নিরলস কাজ করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে অনেক অসহায় এবং দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান করেছেন তিনি। একই সঙ্গে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও নিয়মিত উৎসাহ যুগিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি।