promotional_ad

ডেল স্টেইনের বাড়িতে হামলা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার থেকে এখন পর্যন্ত তিনবার হামলা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইনের বাড়িতে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করে এমনটা নিজেই জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার। 


মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে ধ্বস নেমেছে। একই সঙ্গে বেকারত্ব গ্রাস করেছে অনেক মানুষকে। ফলে নানা প্রকার অপকর্মে লিপ্ত হচ্ছে তারা। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনেও দিন দিন বেড়ে চলেছে অপরাধ।   



promotional_ad

রাজধানী থেকে স্টেইনের বাসস্থান খুব বেশি দূরে নয়। সুযোগ পেয়ে কিছু দুষ্কৃতীকারী তাঁর বাসায় হামলা চালায়। পাশাপাশি স্টেইনের বন্ধুর গাড়িও ভাঙচুর করে তারা। এমতাবস্থায় টুইটারে সবাইকে সাবধান করে দিয়েছেন এই প্রোটিয়া। 


স্টেইন লিখেছেন, ‘শুক্রবার থেকে তিন তিনবার আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। গতকাল তারা আমার বন্ধুর গাড়ি ভাঙচুর করেছে। আজ রাতে আমার মা বাড়িতে একা ছিলেন। তিনি এমন হামলায় ভীষণ ভয় পেয়েছেন।’


মূলত হতাশা থেকেই এমন অপরাধে জড়িয়ে পড়ছেন অনেকে বলে মনে করেন স্টেইন। তিনি লিখেন, 'করোনার কারণে স্বাভাবিকভাবেই মানুষজন হতাশার মধ্যে দিন পার করছেন। আমার মনে হয়, এই টুইট সবাইকে সাহায্য করতে পারে, সবাই যাতে নিরাপদে থাকেন।’



চলতি মাসের শুরু থেকে লেভেল থ্রি লকডাউন দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। করোনাভাইরাসের কারণে প্রতিনিয়তই অপরাধের সংখ্যা বেড়ে চলেছে সেখানে। এরই বিশ্বের অষ্টম অপরাধপ্রবণ শহর হিসেবে মনোনীত করা হয়েছে কেপটাউনকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball