promotional_ad

ইংল্যান্ড সফরে যেতে ক্রিকেটারদের জোর করবে না পিসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলতি বছরের জুলাইয়ে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ডে সফরে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে তারা ইংল্যান্ড সফরে যেতে রাজি। তবে আসন্ন এই সফরের জন্য ক্রিকেটারদের জোর করবে না তারা।


এ প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, ‘ইসিবির সঙ্গে শুক্রবার আমাদের সবকিছু নিয়ে বিশদ আলোচনা হয়েছে। পিসিবি নীতিগতভাবে জুলাইতে ইংল্যান্ডে আমাদের দল পাঠাতে রাজি হয়েছে।’



promotional_ad

ভিডিও কনফারেন্সে এক বৈঠকে দুই বোর্ডই এক মত হয়েছে সিরিজটি দর্শকশূন্য মাঠে আয়োজনের জন্য। খেলার জন্য এমন কিছু স্টেডিয়াম বেছে নেয়া হবে যেগুলোর কাছেই হোটেল আছে। আসন্ন এই সফরে কড়া ভাবে স্বাস্থ্য বিধি মানা হবে বলে জানিয়েছেন ওয়াসিম খান।


তিনি বলেছেন, ‘জীবানু-সুরক্ষার জন্য সব ব্যবস্থাই নেবে আয়োজক দেশ। গোটা সফরেই আমাদের সঙ্গে থাকবে একটি মেডিকেল টিম। নিয়মিতভাবে আমাদের সব খেলোয়াড়ের পরীক্ষা ও শরীরের তাপমাত্রা দেখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এই কঠিন সময়ে ক্রিকেট আবার শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ।’ 


জুলাইয়ের প্রথম সপ্তাহে চারটি ভাড়া করা বিমানে ইংল্যান্ডে যাবে পাকিস্তান দল। সেখানে নেমে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের, এরপরই শুরু হবে সিরিজ। সিরিজটির ভেন্যু হিসেবে ম্যানচেস্টার এবং সাউদাম্পটনকে বিবেচনা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball