আইপিএলের হেলমেট দান করলেন শোয়েব আখতার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের তান্ডবে বিপর্যয়ে পরা দুস্থদের সহায়তার জন্য দেশ বিদেশের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটার এগিয়ে এসেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার।
আইপিএল অভিষেকে ম্যাচ অব দ্য ম্যাচের পুরষ্কার হিসেবে পাওয়া হেলমেট দান করে দিয়েছেন। যাতে সাক্ষর ছিল কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের। এতোদিন সেই স্মারক সংরক্ষণ করে রেখেছিলেন শোয়েব।

করোনার বিপর্যয়ে পাকিস্তানের অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন। তাদের খাদ্য সহায়তার জন্য দেশটির টেনিস তারকা আইসাম উল হক কুরেশি 'স্টারস এগেইনস্ট হাঙ্গার' নামের একটি ক্যাম্পেইন চালু করেছেন।
সেই ক্যাম্পেইনের জন্য শোয়েব নিজের আইপিএল স্মারক দান করলেন। শোয়েবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইসাম উল হক। তিনি শোয়েবকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছেন।
তিনি লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ শোয়েব আখতার ভাই। সবচেয়ে মূল্যবান স্মৃতিবিজড়িত স্মারক দান করার জন্য। যেটি কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়ে ১৫ বছর (আসলে ১২ বছর) আগে আপনি পেয়েছিলেন। তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এবং এটিতে স্বাক্ষর আছে শাহরুখ খানের।’
শোয়েব আইপিএলের ২০০৮ সালের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। দিল্লির বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছিলেন তিনি।