promotional_ad

কেন্দ্রীয় চুক্তিতে সরফরাজের অবনমন, বাদ আমির

ছবিঃ- পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই চুক্তিতে অবনমন হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। চুক্তি থেকে বাদ পড়েছেন তিন পেসার মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।


সরফরাজ আহমেদের অধিনায়কত্ব কেড়ে নিলেও তাঁকে চুক্তি থেকে একেবারে বাদ দেয়নি পাকিস্তান। তবে নতুন ঘোষিত এই চুক্তিতে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই অধিনায়ক।


সরফরাজ ছাড়াও এই চুক্তিতে অবনমন হয়েছে লেগস্পিনার ইয়াসির শাহ এবং বাঁহাতি ওপেনার ইমাম উল হকের। ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন ইয়াসির এবং ‘বি’ থেকে ‘সি’ ক্যাটাগরিতে ইমাম। 



promotional_ad

টেস্ট অধিনায়ক আজহার আলী ও তরুণ বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির প্রত্যাশিত উন্নতি হয়েছে এবারের চুক্তিতে। দুজনই ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’তে উঠে এসেছেন।


‘এ’ ক্যাটাগরিতে ১১ লাখ, ‘বি’তে সাড়ে সাত লাখ ও ‘সি’তে সাড়ে পাঁচ লাখ রুপি নির্ধারিত হয়েছে। তাছাড়া এবারই প্রথমবারের মতো ইমার্জিং ক্যাটাগরি ঘোষণা করেছে পিসিবি। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নাসিম শাহ ও ইফতিখার আহমেদ।



পিসিবির কেন্দ্রীয় চুক্তি তালিকাঃ


ক্যাটাগরি এ (১১ লাখ রুপি)- বাবর আজম, আজহার আলি এবং শাহিন শাহ আফ্রিদি



ক্যাটাগরি বি (সাড়ে ৭ লাখ রুপি)- আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, আবিদ আলি, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শান মাসুদ এবং ইয়াসির শাহ।


ক্যাটাগরি সি (সাড়ে ৫ লাখ রুপি)- ফাখর জামান, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, নাসিম শাহ, ইফতিখার আহমেদ এবং উসমান শিনওয়ারি।


ইমার্জিং ক্যাটাগরি- হায়দার আলি, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball