টেস্টের বদলে সীমিত ওভারের ম্যাচ খেলতে চায় ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান করোনা পরিস্থতির কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সূচি। সবকিছু ঠিক হলে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিন ওয়ানডে ও চার টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। এই সিরিজটি নিয়েও এখন শঙ্কা তৈরি হয়েছে।
যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুন ধুমাল জানিয়েছেন প্রয়োজনে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে প্রস্তুত ভারতীয় দল। তবুও আসন্ন এই সিরিজটি হাতছাড়া করতে চায় না তারা। ভারতের এমন অভিব্যক্তি আশা যুগিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও।

অস্ট্রেলিয়া-ভারতের টেস্ট সিরিজটি আপাতত চার ম্যাচের হলেও এটিকে পাঁচ ম্যাচের করার পরিকল্পনা চলছে। তবে বিসিসিআই কোষাধক্ষ্য এখনই পাঁচ টেস্ট চাচ্ছেন না। প্রয়োজনে বাড়তি একটি টেস্টের বদলে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এ প্রসঙ্গে বিসিসিআই কোষাধ্যক্ষ বলেন, ‘পাঁচ টেস্টের আলোচনাটা ছিল লকডাউনের আগে। এখন যদি সময় পাওয়া যায় তাহলে, দুই বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে যে একটি বাড়তি টেস্ট খেলবে নাকি দুই ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলবে। লকডাউনে যে রাজস্ব ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দেয়ার জন্য ওয়ানডে, টি-টোয়েন্টিই বেশিই কার্যকর হবে।’
ভারতের বিপক্ষে এই সিরিজটি না হলে ৩০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৬শ কোটি টাকার বেশি) ক্ষতির মুখে পড়বে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে যেকোন মূল্য এই সিরিজটি আয়োজন করতে চায় তারা। বিসিসিআইও জানিয়েছে তাদের হাতেও বিকল্প নেই।
বিসিসিআইয়ের ভাষ্য, ‘আমাদের হাতে কোন বিকল্প নেই। ক্রিকেট ফেরাতে চাইলে আমাদের সবারই এটি মানতে হবে। দুই সপ্তাহ তেমন কোন দীর্ঘ লকডাউন নয়। এটা খেলোয়াড়দের জন্য ভালোই হবে। নিজ দেশে লম্বা সময়ের জন্য লকডাউন থাকার পর অন্য দেশে গিয়েও কোয়ারেন্টাইনে থাকা তাদের মানিয়ে নেয়ার জন্যই ভালো হওয়ার কথা।’