promotional_ad

ক্রিকেটে ফিরতে পারবেন 'নিষিদ্ধ' মালিক, তবে...

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই দিন আগে ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করে বক্তব্য দিয়েছিলেন ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষেধাজ্ঞা পাওয়া সেলিম মালিক। এক ভিডিও বার্তায় দেশের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান। 


তবে ক্রিকেটে ফিরতে হলে (কোচ হিসেবে) বেশ কিছু প্রশ্নের সঠিক জবাব দিতে হবে তাকে। এমনটাই নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইনজীবী তাফাজ্জুল রিজভি। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি জানিয়েছেন এর আগে একটি কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল মালিককে।



promotional_ad

এরপর একাধিকবার তাঁকে ফোন দেয়া হলেও আমলে নেননি তিনি। রিজভি বলেছেন, 'সেলিম মালিকের ন্যায়পরায়ণতা নিয়ে গুরুতর কিছু প্রশ্ন রয়েছে। তাঁকে একটি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে এর জবাব দেয়নি।' 


১৯৯৫ সালে শেন ওয়ার্ন, টিম মে এবং মার্ক ওয়াহকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন ডানহাতি ব্যাটসম্যান সেলিম মালিক। ঘরের মাটিতে অনুষ্ঠিত সেই সিরিজে অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটারকে বাজে পারফরম্যান্স করতে প্রলোভন দেখান তিনি। 


মালিকের সেই প্রস্তাবে রাজি হননি ওয়ার্ন, মে এবং ওয়াহ। উল্টো আইসিসির কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন তাঁরা। দীর্ঘ তদন্তের পর ২০০০ সালে সেলিমের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আজীবনের জন্য তাঁকে নিষিদ্ধ করে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।    



এরপর ২০০৮ সালে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হওয়ার আবেদন করেছিলেন সেলিম মালিক। এর চার বছর পর জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ারও আবেদন করেন তিনি। কিন্তু তাঁর আবেদন ধোপে টেকেনি পিসিবির কাছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball