promotional_ad

ক্রিকেটে ফেরার আবেদন 'নিষিদ্ধ' সেলিম মালিকের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ পাতানোর অভিযোগে আজীবন নিষেধাজ্ঞা পাওয়া সেলিম মালিক কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চান। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এই মর্মে আবেদনও করেছেন তিনি।   


১৯৯৫ সালে শেন ওয়ার্ন, টিম মে এবং মার্ক ওয়াহকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সেলিম মালিক। ঘরের মাটিতে অনুষ্ঠিত সেই সিরিজে অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটারকে বাজে পারফরম্যান্স করতে প্রলোভন দেখান তিনি। 



promotional_ad

 কিন্তু মালিকের সেই প্রস্তাবে রাজি হননি ওয়ার্ন, মে এবং ওয়াহ। উল্টো আইসিসির কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন তাঁরা। দীর্ঘ তদন্তের পর ২০০০ সালে সেলিমের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আজীবনের জন্য তাঁকে নিষিদ্ধ করে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।    


২০০৮ সালে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হওয়ার আবেদন করেছিলেন সেলিম মালিক। এর চার বছর পর জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ারও আবেদন করেন তিনি। কিন্তু একটিবারও তাঁকে বিবেচনা করেনি পিসিবি।   


সম্প্রতি একটি ভিডিও বার্তায় দেশের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আজীবন নিষিদ্ধ এই ক্রিকেটার। ৫৭ বছর বয়সী সেলিম বলেছেন, 'আমি কোচ হয়ে দেশ ও খেলোয়াড়দের জন্য কাজ করতে চাচ্ছি। যখনই আমি কোচ হিসেবে কাজ করার চেষ্টা করেছি, আমাকে বিবেচনায় করা হয়নি।'



মোহাম্মদ আমির, সালমান বাট, শারজিল খানদের বিরুদ্ধেও ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। কিন্তু পুনরায় তাঁরা ক্রিকেটে ফিরতে পারলেও সেলিম মালিকের বিষয়টি বিবেচনা করছে না পিসিবি। এখানেই মূলত আক্ষেপ তাঁর। সেলিম বলেন, 'মোহাম্মদ আমির, সালমান বাট, মোহাম্মদ আসিফ ও শারজিল খান ঠিকই খেলছে, কিন্তু আমাকে উপেক্ষা করা হয়েছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball