আমিরের প্রতি বেশিই জুলুম করেছিলামঃ আর্থার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মিকি আর্থারের মনে করেন, টেস্ট থেকে অবসর নেয়ার মাধ্যমে দলের কোন ক্ষতি করেননি মোহাম্মদ আমির বা ওয়াহাব রিয়াজ। তবে আমিরের এ সিদ্ধান্তের ক্ষেত্রে নিজেরও দায় আছে বলে মনে করেন এই কোচ। তার মতে, তিনি কোচ থাকা অবস্থায় আমিরের প্রতি বেশিই জুলুম করেছিলেন তিনি।
গত বছরের জুলাইয়ে আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তখন থেকেই একটি গুঞ্জন উঠতে শুরু করে যে, এই পেসারকে চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড রাখা নাও হতে পারে।

আর্থার বলেন, ‘আমির এ সিদ্ধান্তের ব্যাপারে (টেস্ট থেকে অবসর) আমার সঙ্গে কথা বলেছে। এটি আমরা নিয়ে বেশ কয়েকবার আলোচনাও করেছি। তবে আমিই হয়তো ওর ওপর বেশি অত্যাচার করেছিলাম। প্রায় সব টেস্টেই আমিরকে খেলিয়েছি আমি। তিন ফরম্যাটের এত খেলার চাপে তার টেস্ট খেলার ইচ্ছেটা মেরে ফেলেছিলাম আমি আমি।’
তিনি বলেন, ‘ও (আমির) নিঃসন্দেহে বিশ্বের সেরা বোলারদের একজন। একই সঙ্গে একজন ম্যাচ উইনারও বটে। আমি তাকে বল হাতে দেখতে ভালোবাসি। আমার মনে হয়েছে, টেস্ট ছেড়ে দেয়ার সিদ্ধান্তের মাধ্যমে সাদা বলের ক্যারিয়ার আরও লম্বা করার সুযোগটাই সে নিয়েছে।’
পাকিস্তানের এগিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শও দিয়েছেন আর্থার। তিনি বলেছেন, ‘পাকিস্তান দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। ফাখর জামান, ইমাম উল হক, হারিস সোহেইল, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, ফাহিম আশরাফ এবং অবশ্যই বাবর আজম। আমি মনে করি মিসবাহর অধীনে এই খেলোয়াড়দেরই দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে।’