করোনায় সক্রিয় ফিক্সাররা, আইসিসির হুঁশিয়ারি

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনায় বিশ্ব জুড়ে খেলা খেলে গেলেও কার্যক্রম চলছে ম্যাচ ফিক্সারদের। বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে সখ্যতা গড়ে তুলছে ফিক্সাররা, এমনটা বলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতি ঠেকাতে মাঠে নেমেছে আইসিসিও।
দুবাইয়ে আইসিসির দুর্নীতি বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, 'কোভিড-১৯ এর কারণে সব জায়গায় খেলাধুলা বন্ধ আছে। তবে দুর্নীতিবাজরা এখনও কাজ চালিয়ে যাচ্ছে। যার কারণে সদস্য, ক্রিকেটার, ক্রিকেটারদের সংগঠন, ক্রিকেট বিষয়ক সংস্থা- সবার সঙ্গে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।'

আইসিসির নথিতে নাম থাকা দুর্নীতিবাজরা ক্রিকেটারদের এমন অবসরের সুযোগ নিচ্ছেন বলে দাবি করেন মার্শাল। ক্রিকেটারদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা বিনিময় করছে তারা, এমনটাও জানিয়েছেন তিনি।
মার্শাল বলেন, 'আমরা সুপরিচিত কিছু দুর্নীতিবাজকে এই সময় সক্রিয় থাকার ব্যাপারে ইঙ্গিত পেয়েছি। ক্রিকেটাররা আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশি সময় কাটাচ্ছে। যার কারণে দুর্নীতিবাজরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে।
যেন পরে তাদের অসৎ কাজে লাগাতে পারে। আমরা ক্রিকেটারদের এসব ব্যাপারে সতর্ক করছি। এখন খেলা নেই, কেউ যেন অসতর্ক না হয়ে পড়ে, এই ব্যাপারে আমরা কড়া নজর রাখছি।'
প্রায় প্রতি বছরই ফিক্সিংয়ে ধরা পড়েন কোনও না কোনও ক্রিকেটার। ফিক্সারদের তথ্য আইসিসি থেকে গোপন করে এই মুহূর্তে সাজা ভোগ করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।