promotional_ad

বিবাদে জড়ালেন আফ্রিদি-গম্ভীর

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একটা সময় ক্রিকেট মাঠে একাধিকবার কথার লড়াই চালিয়েছেন শহীদ আফ্রিদি এবং গৌতম গম্ভীর। তবে ক্রিকেট ছাড়ার পরও যে দুজনের মধ্যে এই অভ্যাসটি রয়ে যাবে সেটি কেই বা জানতো!


সম্প্রতি মাঠের বাইরে একে অপরের সমালোচনা করে আলোচনায় এসেছেন পাকিস্তান ও ভারতের এই দুই ক্রিকেটার। অবশ্য শুরুটা করেছেন আফ্রিদি। নিজের লেখা বইয়ে গম্ভীরকে সরাসরি খোঁচা দেন তিনি। 



promotional_ad

ক্রিকেটে গম্ভীর কিংবদন্তিদের তালিকায় কখনোই পড়েন না বলে মনে করেন ৪০ বছর বয়সী আফ্রিদি। বইটিতে তিনি লিখেছেন, ‘সে (গম্ভীর) ক্রিকেট মহানদের তালিকার ধারে কাছেও নেই। কিন্তু সে নিজেকে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের মিশ্রণ মনে করে। তাঁর কোন ভালো রেকর্ডই নেই।'


শুধু তাই নয়, ভারতের এই ওপেনারের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিদি। গম্ভীরকে ব্যক্তিত্বহীন আখ্যা দিয়ে আগুনে যেন ঘি ঢেলে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক। আফ্রিদি লিখেছেন, 'ওর আচরণে সমস্যা আছে। কোন ব্যক্তিত্ব নেই তাঁর।’


আফ্রিদির এই বক্তব্যের পর অবশ্য চুপ থাকেননি গম্ভীরও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফ্রিদিকে ধুয়ে দিয়েছেন তিনি। ভারতের এই সাবেক ব্যাটসম্যান লিখেছেন, ‘যে নিজের বয়সই মনে রাখতে জানে না সে কীভাবে আমার রেকর্ড মনে রাখবে।'



এখানেই ক্ষান্ত দেননি গম্ভীর। তিনি আরো লিখেন, 'আফ্রিদিকে মনে করিয়ে দিচ্ছি, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ভারত বনাম পাকিস্তান—গম্ভীর ৫৪ বলে ৭৫ রান আর আফ্রিদি ১ বলে ০ রান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা সেদিন শিরোপা জিতেছি। আর হ্যাঁ, আমার সব সময় মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক ও সুযোগসন্ধানীদের সঙ্গে সমস্যা ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball