ভারত সরাসরি বিশ্বকাপে যাওয়ায় হতাশ পাকিস্তান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলকে সমান পয়েন্ট ভাগ করে দিয়েছে তারা।
ফলে ২৩ পয়েন্ট নিয়ে মেয়েদের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ভারত। এখানেই মূলত আপত্তি পাকিস্তানের। আইসিসির এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি। সংবাদমাধ্যমে কোনো প্রকার রাখঢাক না করেই হতাশা প্রকাশ করেছেন তিনি।

এই বিষয়ে মানি বলেছেন, 'আমরা অবশ্যই (আইসিসির) সিদ্ধান্তটি নিয়ে হতাশ। কিন্তু আমাদের একটি দল (প্রধান নির্বাহী, আইন বিভাগ, এবং অন্যান্য প্রধানরা) বিষয়টি পর্যালোচনা করছে। এটা শেষ হলে আমরা মন্তব্য জানাতে পারব।'
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের আওতাধীন ভারত-পাকিস্তান সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল গত বছরের জুলাই এবং নভেম্বরের মধ্যে। কিন্তু দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে সেবার আর সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি। এবার বর্তমান পরিস্থিতি বি???েচনায় বাতিল করা হয়েছে এটি।
আইসিসির বিবৃতিতে সিরিজটি বাতিল প্রসঙ্গে বলা হয়, 'ভারত এবং পাকিস্তান সিরিজের ব্যাপারে টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এটি আয়োজন করা যাচ্ছে না। কারণ পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিসিসিআইকে সবুজ সঙ্কেত দেয়া হয়নি। এটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের আওতাধীন ছিল।'
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত আটটি দলের একে অপরের বিপক্ষে একটি করে তিন ম্যাচের সিরিজ খেলার কথা। সেই ধারাবাহিতায় ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের।