promotional_ad

পাকিস্তানের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে ভারতের মেয়েরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২১ নারী বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ভারত নারী ক্রিকেট দল। বুধবার (১৫ এপ্রিল) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 


রাজনৈতিক ইস্যু এবং বর্তমান পরিস্থিতি (করোনাভাইরাস) বিবেচনায় সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত নেয় আইসিসির টেকনিক্যাল কমিটি। এর ফলে সমানভাবে পয়েন্ট বন্টন করা হয়েছে দুই দলের মাঝে।  



promotional_ad

এই সিরিজটি ছিল আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের আওতাধীন যা মাঠে গড়ানোর কথা ছিল গত বছরের জুলাই এবং নভেম্বরের মধ্যে। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে সেবার আর সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাতিলই করা হলো এটি। এর ফলে ২৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের চার নম্বরে উঠে এসেছে ভারত। একই সঙ্গে আগামী বছরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ অর্জন করেছে তারা। 


আইসিসির বিবৃতিতে সিরিজটি বাতিল প্রসঙ্গে বলা হয়েছে, 'ভারত এবং পাকিস্তান সিরিজের ব্যাপারে টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এটি আয়োজন করা যাচ্ছে না। কারণ পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিসিসিআইকে সবুজ সঙ্কেত দেয়া হয়নি। এটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের আওতাধীন ছিল।'  


আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত আটটি দলের একে অপরের বিপক্ষে একটি করে তিন ম্যাচের সিরিজ খেলার কথা। সেই ধারাবাহিতায় ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের।  



অবশ্য ভারত-পাকিস্তান সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের সিরিজও মরণঘাতী করোনাভাইরাসের কারণে বাতিল হয়েছে। তিনটি সিরিজেরই পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে দলগুলোর মাঝে। ভারত ছাড়াও টেবিলের শীর্ষ চারে থাকা বাকি তিন দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball