আমির-সারজিলদের মুদি দোকান দেয়ার পরামর্শ রমিজ রাজার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েকদিন আগে পাকিস্তানের ম্যাচ ফিক্সারদের ফাঁসিতে ঝোলানোর কথা বলে আলোচনায় আসেন জাভেদ মিয়াঁদাদ। কিংবদন্তি এই ব্যাটসম্যান কড়া ভাষায় সমালোচনা করেন ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ক্রিকেটারদের।
এবার একই পথে হাঁটলেন দেশটির সাবেক ওপেনার রমিজ রাজা। ফিক্সিং করা ক্রিকেটারদের মুদি দোকানের ব্যবসা করা উচিত বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর মতে আমির, শারজিলদের মতো ক্রিকেটারদের ক্ষমা করে ভুল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রমিজ রাজা বলেছেন, ‘আপনি আমাকে জিজ্ঞেস করলে বলবো, এসব কলঙ্কিত ক্রিকেটারদের উচিৎ নিজেদের মুদি দোকান খোলা। আমার সন্দেহ নেই যে, এসব ক্রিকেটারদের (মোহাম্মদ আমিরসহ অন্যরা) খেলার অনুমতি দেয়াটা পাকিস্তান ক্রিকেটের অনেক বড় ক্ষতি করেছে। এখন আবার শারজিল খানকে ফেরানোর ব্যাপারে কথা হচ্ছে। এটা একদমই ঠিক হবে না। ক্রিকেটকে অনেক ক্ষতি করতে পারে।’
অবশ্য রমিজ যাই বলুন না কেন, সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ক্রিকেটার সালমান বাট। পাকিস্তানের ক্রিকেটে দুর্নীতি একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করেন তিনি। জাভেদ মিয়াঁদাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটা জানান বাট।
তিনি বলেছেন, 'এমন অনেক খেলোয়াড় আছে যারা বাদ পড়ার পর কোন পারফরম্যান্স ছাড়াই আবার জাতীয় দলে ঢুকেছে। এগুলো কি দুর্নীতির বাইরে? পাকিস্তান ক্রিকেটের ব্যাপারে কথা বলার সময় সততার বুলি আওড়ানো উচিৎ নয়।’