টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়ানোর দাবি আজহারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের কারণে সব ধরণের ক্রিকেট বন্ধ। এমন অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের জুনে লর্ডসে হওয়ার কথা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সব ম্যাচ শেষ না হলে নির্ধারিত সময়ে ফাইনাল হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। সম্প্রতি ভিডিও কনফারেন্সে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেছেন তিনি।
আজহার বলেন, 'বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, সূচি অনুযায়ী সদস্য দলগুলোর টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো শেষ করা কঠিন হবে। তাই আশা করি, আইসিসি এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় বাড়াবে, যেন সব সদস্য দেশ তাদের ম্যাচগুলো শেষ করতে পারে। সেটাই ঠিক হবে।'
করোনার ভয়াবহতার মাঝেই দর্শকশূন্য মাঠে ক্রিকেট ফেরার পক্ষে মত দিয়েছেন অনেকে। এবার একই মত দিলেন আজহার। তিনি মনে করেন দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ হলেও কিছু মানুষ খেলা দেখতে পারবে বিভিন্ন মাধ্যমে।
আজহার বলেন, 'দুর্ভাগ্যক্রমে ক্রীড়ানুরাগীরা কোনো খেলাই দেখতে পারছে না, এমনকি টিভিতেও। দর্শকশূন্য মাঠে খেলা হলে তা অন্তত কিছু ক্রিকেট দেখার সুযোগ করে দেবে। তবে মানুষের স্বাস্থ্যের ব্যাপারে আপোষ করা উচিত হবে না।'