promotional_ad

গৃহবন্দী অবস্থাতেই ফিটনেস পরীক্ষা হবে বাবর-সাদাবদের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে মাঠের খেলা বন্ধ। গৃহবন্দী অবস্থাতেই দিন পার করছেন ক্রিকেটাররা। অনেকেই ঘরকে জিম বানিয়ে অনুশীলন চালাচ্ছেন। তাঁদের মূল লক্ষ্য ফিটনেস ধরে রাখতে হবে।


এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে অভিনব উদ্যোগ নিয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে বোর্ডের চুক্তিতে থাকা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেবে তারা। 



promotional_ad

২০ ও ২১ এপ্রিল ভিডিওর মাধ্যমে এই ক্রিকেটাররা নিজেদের ফিটনেস পরীক্ষা দেবেন। যদিও এই পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ ও ২৪ মার্চ। কিন্তু করোনাভাইরাসের কারণে ১৫ মার্চ থেকে দেশটিতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ আছে।


এই বন্ধের মাঝে ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কি করছেন তা পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ নিয়েছে পিসিবি। ফিটনেসের বাধ্যবাধকতা নিয়ে চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল হক ও ট্রেনার ইয়াসির মালিক ক্রিকেটারদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন।


প্রাদেশিক ৬টি দলের ৩২ জন করে ক্রিকেটার আছেন চুক্তিতে। ভিডিওতে তাদের ফিটনেস পরখ করে দেখবেন নিজ নিজ দলের ট্রেনাররা। ভিডিওতে ফিটনেসের প্রমাণ দিতে কি কি করতে হবে সেটাও জানিয়েছে পিসিবি। 



এক মিনিটে ৬০টি পুশ-আপ, ১ মিনিটে ৬০টি সিট-আপ, এক দফায় পূর্ণ ১০ বার চিন-আপ এবং আরও কয়েকটি পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। বর্তমান পরিস্থিতির কারণে এর বেশি কিছু করতে পারছে না পিসিবি। তবে পরিস্থিতি ঠিক হলে নিকট ভবিষ্যতের একটি পরিকল্পনাও করেছে বোর্ড। জুনের প্রথম সপ্তাহের দিকে স্বাভাবিক ফিটনেস পরীক্ষা নেওয়ার লক্ষ্য ঠিক করেছে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball