এখনই ক্রিকেট চান না ওয়াকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রকোপে সারা বিশ্বেই এখন ক্রিকেট বন্ধ। এমন পরিস্থিতিতেও অনেক সাবেক-বর্তমান ক্রিকেটার দর্শকশূন্য মাঠে ক্রিকেট চালু করার পক্ষে মত দিয়েছেন। যদিও এমন ভাবনার ঘোর বিরোধিতা করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ ওয়াকার ইউনিস।
তিনি এমন প্রস্তাব মোটেও সমর্থন করেন না। তিনি মনে করেন প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে তড়িঘড়ি করে ক্রিকেট ফেরালে মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দেয়া হবে।

সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে একথা জানিয়েছেন ওয়াকার। তিনি বলেন, ‘ আমি একেবারেই একমত নই যে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও ক্রিকেট আবার শুরু করা উচিত।’
পরিস্থিতি স্বাভাবিক হলেই মাঠে ক্রিকেট ফেরানোর মত দিয়েছেন পাকিস্তানের এই সাবেক পেসার। তাঁর ধারণা ৫-৬ মাসের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না। এখনকার পরিস্থিতি ক্রিকেটের উপযোগী নয় বলেও মনে করেন তিনি।
ওয়াকার বলেন, ‘আমার মনে হয় ৫-৬ মাস পর যখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে, পৃথিবী আবার স্বাভাবিক হয়ে আসবে অনেকটাই, তখন আমরা দরজা বন্ধ রেখে ম্যাচ খেলার কথা ভাবতে পারবো। একটা অবস্থায় গিয়ে আমাদের সেসব কথা ভাবতেই হবে। তবে এ মাসে বা আগামী মাসেও নয়… পরিস্থিতি এখন কোনওভাবেই ক্রিকেট চালানোর উপযোগী নয়।’