promotional_ad

শারজিলদের মৃত্যুদণ্ড চান মিয়াঁদাদ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ দুর্নীতির সঙ্গে লিপ্ত ক্রিকেটারদের ফাঁসির দাবি তুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দেশ এবং দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ক্রিকেটারদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই তাঁর বলে সাফ জানিয়ে দিয়েছেন মিয়াঁদাদ। 


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফকে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করলে শারজিলের নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। 



promotional_ad

এখানেই আপত্তি মিয়াঁদাদের। স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ক্রিকেটারদের একেবারেই ক্ষমা করতে নারাজ তিনি। কিংবদন্তি এই ক্রিকেটার বলেছেন, ‘যারা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত হয়, তাদের কঠিন শাস্তি দেওয়া উচিত। স্পট ফিক্সারদের ফাঁসিতে ঝোলানো উচিত কারণ, এ অপরাধ খুন করার মতো। তাই শাস্তিও একই হওয়া উচিত।'


দুর্নীতিগ্রস্ত ক্রিকেটারদের কঠোর শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত সৃষ্টি করার আহ্বান জানান মিয়াঁদাদ। তাঁর ভাষ্যমতে, 'আমাদের একটি উদাহরণ সৃষ্টি করতে হবে যেন কেউ এ ধরনের কিছু আর কখনো চিন্তা করতে না পারে। এসব আমাদের ধর্মের সঙ্গে যায় না এবং সেভাবেই শাস্তি দেওয়া উচিত।’


দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) কাঠগড়ায় দাঁড়া করিয়েছেন মিয়াঁদাদ। সারজিলদের প্রতি বোর্ডের এই প্রশ্রয়ের ব্যাপারটি মেনে নিতে পারছেন না তিনি। এমনকি এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িতদের বেঁচে থাকার অধিকার নেই বলেও অভিমত তাঁর। 



মিয়াঁদাদ বলেন, ‘পিসিবি এটা ঠিক করছে না। ওদের ক্ষমা করে দিচ্ছে। যারা এসব ক্রিকেটারকে আবার ফেরায় তাদের লজ্জা হওয়া উচিত। যারা এসব অপরাধ করেছে তারা নিজ পরিবার ও বাবা-মাকেও ভালোবাসে না। না হলে কখনো এসব করত না। ওদের আত্মাই ভালো না। মানবিক দিক থেকেই ওদের কাজকর্ম ভালো বলা যাবে না। এসব মানুষের বেঁচে থাকার অধিকার নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball