আফ্রিদিকে সমর্থন করে তোপের মুখে যুবরাজ-হরভজন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানে করোনাভাইরাসের বিরুদ্ধে রুখতে কাজ করছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর এই মহৎ উদ্যোগকে সমর্থন দিয়েছেন ভারতের দুই ক্রিকেটার হরভজন সিং এবং যুবরাজ সিং।
এখানেই বেঁধেছে বিপত্তি। আফ্রিদিকে সমর্থন করতে গিয়ে উল্টো সমালোচনার মুখে পড়েছেন হরভজন ও যুবরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাদেরকে কটাক্ষ করেছেন কতিপয় ক্রিকেট প্রেমী।

আফ্রিদিকে সমর্থন করে সম্মান হারিয়েছেন তাঁরা বলে মন্তব্য করেছেন একজন।আবার আরেকজন ব্যক্তি লিখেছেন হরভজন ও যুবরাজের নাকি কোনো সেন্সই নেই। এমনকি তাদেরকে ঘেন্না করার কথাও বলেছেন একজন।
ভারত পাকিস্তানের দ্বৈরথ অনেক আগে থেকেই। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারতের বিপক্ষে গিয়ে আগুন তাতিয়ে দিয়েছেন আফ্রিদি। সে কারণে যুবরাজ এবং হরভজনের সমর্থন সহজভাবে নেয়নি ভারতের অনেকেই।
তবে এই ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন আফ্রিদি। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'মানবতার সমর্থনে দেয়া সাধারণ বক্তব্যেও মানুষ ভুল বুঝছে। খুব দুঃখজনক! আমরা তো ভালোবাসা ও শান্তির দূত!'
অনেক আগ থেকেই নানা সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত শহীদ আফ্রিদ চ্যারিটি ফাউন্ডেশন। মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তারা। আফ্রিদির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর ফাউন্ডেশনে সাহায্যের কথা জানিয়েছিলেন যুবরাজ এবং হরভজন।