ওয়ার্নের একাদশে উপেক্ষিত আফ্রিদি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পাকিস্তানের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। নিজের এই পছন্দের একাদশে তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে রাখেননি তিনি।
আফ্রিদির পরিবর্তে অলরাউন্ডার এবং অধিনায়ক হিসেবে কিং অব সুইং খ্যাত ওয়াসিম আকরামকে পছন্দ ওয়ার্নের। একই সঙ্গে দুই ওপেনার হিসেবে সাঈদ আনোয়ার এবং আমির সোহেলকে রেখেছেন বিশ্বখ্যাত এই লেগ স্পিনার।

ব্যাটিং অর্ডারে আরো রাখা হয়েছে মোহাম্মদ ইউসুফ, ইনজামাম-উল-হক এবং ইউনুস খানদের মতো তারকা ব্যাটসম্যানদের। উইকেটরক্ষক হিসেবে ওয়ার্নের পছন্দ স্বাভাবিকভাবেই মঈন খান। যার বিপক্ষে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
স্পিন আক্রমণ সামলানোর জন্য সাকলাইন মুশতাক এবং মুশতাক আহমেদকে পছন্দ ওয়ার্নের। অপরদিকে পেসারদের মধ্যে অধিনায়ক ওয়াসিম আকরাম ছাড়াও তিনি রেখেছেন শোয়েব আখতার ও ওয়াকার ইউনিসকে।
শেন ওয়ার্নের বাছাইকৃত পাকিস্তানের ওয়ানডে একাদশ:
সাঈদ আনোয়ার, আমির সোহেল, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম-উল-হক, ইউনিস খান, মঈন খান (উইকেরক্ষক), ওয়াসিম আকরাম (অধিনায়ক), সাকলাইন মুশতাক, মুশতাক আহমেদ, শোয়েব আখতার ও ওয়াকার ইউনিস।