চুলের স্টাইল নয়, ক্রিকেটে মনোযোগ দাওঃ মিঁয়াদাদ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের মতে চুলের স্টাইল নিয়ে না ভেবে ক্রিকেটে মনোযোগ দেয়া উচিত তরুণ ক্রিকেটারদের। শুধু তাই নয়, স্টাইল দেখাতে হলে তরুণদের সিনেমাতে নাম লেখাতে বলেছেন তিনি।
বর্তমান ক্রিকেট বিশ্বে অনেক উঠতি খেলোয়াড়ই নিজেদের স্টাইলের প্রতি বেশি গুরুত্ব দেন। বাহারি চুলের স্টাইল থেকে শুরু করে পোশাক পরিচ্ছদেও জৌলুস দেখা যায় অনেকের। এমনকি মাঠেও অনেক সময় চুল ঠিক করতে দেখা যায় ক্রিকেটারদের।

এখানেই মূলত আপত্তি মিঁয়াদাদের। সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার খেলা নিয়ে ব্যস্ত থাকার উপদেশ দিয়েছেন তরুণদের। নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওবার্তায় মিঁয়াদাদ রীতিমত কটাক্ষই করেছেন এসকল তরুণদের।
তিনি বলেন, ‘উঠতি ক্রিকেটারদের কখনওই চুলের স্টাইল বা অন্য কিছু নিয়ে ভাবা উচিৎ নয়। যদি এটি করতে হয় তাহলে সিনেমায় নাম লেখানোই ভালো হবে তাদের জন্য। আমরা কখনও এটা চিন্তাই করতাম না যে মাঠে আমাদের কেমন দেখায়।'
ম্যাচ শেষে নিজেদের মতো চলার স্বাধীনতা রয়েছে ক্রিকেটারদের বলে বিশ্বাস করেন মিঁয়াদাদ। তাঁর ভাষ্যমতে, 'ম্যাচ শেষে তুমি যা খুশি করতেই পারো। একজন ক্রীড়াবিদ অনেক কিশোরের রোলমডেল হয়। তারা তাই করে, যা নিজেদের আইডলকে করতে দেখে। তাই নিজের ছোট ফ্যানবেজদের কথা মাথায় রেখে কিছু করার আগে ক্রিকেটারদের ভাবা উচিৎ।’