অবসরের ইঙ্গিত দিলেন হাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বয়স ৩৯ চলছে। সাদা পোশাকের ক্রিকেট থেকে সরে গেছেন অনেক আগেই। শুধু খেলে যাচ্ছেন সাদা বলের ক্রিকেট। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ২২ গজ। বলছি পাকিস্তান জাতীয় দলের অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজের কথা।
যেই সময়ে ক্রিকেটাররা ২২ গজ থেকে বিদায় নিয়ে সময় দেন পরিবারকে, কেউ বা লেগে পড়েন অন্য কাজে, সেই সময়টাতে এই ক্রিকেটার দাপিয়ে বেড়াচ্ছেন ২২ গজ।

ফলে প্রায়শই হাফিজকে শুনতে হয় নানা দুয়োবাণী। ৩৯ বছর বয়সেও কেন খেলে যাচ্ছেন, কেন তরুণ ক্রিকেটারদের জায়গা করে দিচ্ছেন না। কিন্তু কখনো গ্রাহ্য করেননি তিনি এ সকল প্রশ্নের। কিন্তু এবারে সেই অবসরের ভাবনা মাথায় এসেছে তাঁর। ধারণাও দিয়ে দিয়েছেন তাঁর অবসরের সময় নিয়ে। বলেছেন মাঠ থেকেই নিবেন অবসর।
হাফিজ অবসরে যেতে চান নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। বৈশ্বিক টুর্নামেন্টটিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। এরপর শুধু টি-টোয়েন্টি লিগগুলোতে খেলব।'
আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টি খেলেছেন হাফিজ। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত এই স্পিন অলরাউন্ডারকে বিশ্বকাপের পর বাতিলের খাতায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ঠিকই আবার জায়গা করে নিয়েছেন দলে।
বাংলাদেশের বিপক্ষে খেলেছেন টি-টোয়েন্টি সিরিজেও। অবসরের ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তা অনেকটাই নিশ্চিত। তবে মাঠ থেকে একেবারে বিদায় নিচ্ছেন কি না প্রশ্নের উত্তরে বেশ দ্বিধাগ্রস্ত শোনাল হাফিজের উত্তর, 'কোচিং করাতে পারি (অবসরের পর)। আমি জানি না এখনো। যখন সময় হবে তখন সিদ্ধান্ত নেব।'