promotional_ad

কাটা যেতে পারে স্টোকস-রুটদের বেতন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহামারী করোনার সংক্রমণে স্তব্ধ বিশ্ব ক্রিকেট মঞ্চ। থমকে গিয়েছে ২২ গজ। এর জের ধরে ক্ষতির সন্মুখীন বিশ্বের বড় বড় ক্রিকেট বোর্ডগুলো। সব কিছু ছাপিয়ে যেই ক্ষতিটি বেশি প্রাধান্য পাচ্ছে সেটি হল আর্থিক ক্ষতি।


আর্থিক ক্ষতির সন্মুখীন হতে চলেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। যার প্রভাব পড়তে যাচ্ছে ইংলিশ ক্রিকেটারদের ওপরও। কেটে নেয়া হতে পারে তাদের বেতনের একাংশও। জনপ্রিয় ইংলিশ সংবাদমাধ্যম দ্যা টাইমেসের প্রতিবেদনে এমনটাই জানানো হয়।



promotional_ad

রিপোর্টে বলা হয়, করোনার প্রভাবে বড় রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে ইংল্যান্ডের ক্রিকেট গভর্নিং বডি। যার ফলে এবার কেটে নেয়া হতে পারে জো রুট, বেন স্টোকসদের পারিশ্রমিক।


কারণ হিসেবে সেখানে দেখানো হয়, মে পর্যন্ত সকল প্রকার ক্রিকেট বন্ধ ইংল্যান্ডে। সেই সাথে বাতিল হয়েছে শ্রীলঙ্কা সফর এবং সংশয় দেখা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফর নিয়েও। সেই সঙ্গে ঘরোয়া টুর্নামেন্ট সহ সমস্ত পেশাদার ক্রিকেট স্থগিত থাকছে মে অবধি।  ফলে এই তিন মাস কোনো আয়ই থাকছে না ইসিবির।


ফলস্বরূপ কিছুটা বাধ্য হয়েই ইসিবিকে হাত দিতে হচ্ছে ক্রিকেটারদের বেতন দেওয়ার বিষয়ে। দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইসিবি’র মুখপাত্র জানিয়েছেন, ‘আশা করি ক্রিকেটাররা পরিস্থিতি বুঝতে সক্ষম হবে।’



গত সেপ্টেম্বরে ১০ জন টেস্ট ক্রিকেটার ও ১২ জন সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটারের সঙ্গে নয়া চুক্তি স্বাক্ষর করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দ্য টাইমস তাঁদের রিপোর্টে জানিয়েছে জো রুট, বেন স্টোকস, জস বাটলারের মত ক্রিকেটার, যারা তিন ফর্ম্যাটেই চুক্তিবদ্ধ রয়েছেন বোর্ডের সঙ্গে, তাঁরা প্রায় ২ লক্ষ পাউন্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball