এক মাসের জন্য স্থগিত স্মিথ-ওয়ার্নারদের চুক্তি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কড়াল গ্রাসে স্থবিরতা বিরাজ করছে পুরো ক্রিকেটাঙ্গন জুড়ে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সকল প্রকারের ক্রিকেট। ইতোমধ্যেই বাতিল হয়েছে বেশ কিছু সিরিজ, পিছিয়ে গিয়েছে জনপ্রিয় কিছু টুর্নামেন্ট। সেই সঙ্গে শঙ্কায় রয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপও।
এতো এতো দুঃসংবাদের মাঝে এলো আরও একটি দুঃসংবাদ। স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের নতুন চুক্তি। পরিকল্পনা অনুযায়ী মার্চ মাসে চুক্তির নতুন তালিকা ঘোষণা করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর্থিক সংকট দেখা দেওয়ায় এপ্রিলের শেষ পর্যন্ত চুক্তিটি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সাধারণত এপ্রিলে শুরু হয় চুক্তির কার্যক্রম এবং সেটি চলে জুন পর্যন্ত।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক বলেন, 'এই মুহুর্তে বিশ্বজুড়ে অনিশ্চয়তা বিরাজ করছে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়া এবং এসিএর সাথে যোগাযোগ করছি, তাদের সাথে একসাথে কাজ করছি ... এই মুহুর্তে, সবার প্রাসঙ্গিক তথ্য পেতে কিছুক্ষণ অপেক্ষা করা এবং এটি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা।'
করোনার প্রভাব অস্ট্রেলিয়া ক্রিকেটে খুব একটা পড়েনি। শুধুমাত্র বাতিল হয়েছে তাদের কিছু সিরিজ। তা স্বত্বেও সিএ কর্মকর্তারা ইতোমধ্যে খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।