মার্শের জায়গায় আমার থাকা উচিৎ ছিলঃ ম্যাক্সওয়েল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘটনাটি গেল বছর ইংল্যান্ড বিশ্বকাপের সময়ের। অস্ট্রেলিয়া দলের অনুশীলনে ব্যাট করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং শন মার্শ। অনুশীলনের এক পর্যায়ে বাউন্সারে আঘাত পান এই দুই ব্যাটসম্যান। ম্যাক্সি সে যাত্রায় বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি মার্শের। হাত ভেঙ্গে যাওয়ায় ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপ থেকে।
কিন্তু সেই সময় মার্শের জায়গায় নিজের থাকা উচিৎ ছিলো বলে মনে করেন ম্যাকওয়েল। কেননা এমনিতেই ক্রিকেট থেকে বিরতি খুঁজছিলেন এই অল-রাউন্ডার। সেই সঙ্গে ছিলেন কিছুটা মানসিকভাবে বিপর্যস্তও। যা বেড়ে যায় বিশ্বকাপে বাজে ফর্মে থাকার কারণে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সময়ের কথা মনে করে তিনি বলেন, ‘মার্শকে আসতে দেখেই বুঝেছিলাম, সে হয়তো আর খেলতে পারবে না। আমি তখন আশা করছিলাম যেন মার্শ ঠিক হয়ে যায় এবং তার বদলে আমার হাতটা ভেঙে যাক।’
কেন তাঁর মনে এমন ভাবনার উদয় হয়েছিল জানতে চাওয়া হলে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি তখন শুধু ভাবতাম যে, আমার একটা বিরতি দরকার। শুধু ভাবতাম, যে করেই সবকিছু আবার আগের রূপে ফিরে যেতে হবে। আমি কারণে অকারণেই অন্যদের ওপর রাগ করতাম, যেগুলোর কোনো ভিত্তিই ছিলো না।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে পারফর্ম করতে না পারায় নিজের প্রতি রাগ আরও বেড়ে গিয়েছিল। আমি তখন ভাবতাম ধীরে ধীরে দল থেকে বাদ পড়ার চেয়ে পালিয়ে যাওয়াটাই সহজ কাজ।’
অবস্থা যখন আরও খারাপ হতে শুরু করে, তখন মানসিক অবসাদের কারণ দেখিয়ে ক্রিকেট থেকে বিরতি নিয়ে নেন ৩১ বছর বয়সী এই অল-রাউন্ডার। বিরতি কাটিয়ে ফিরেছেনও আবার সেই পুরনো রুপে। শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ২৮ বলে ৬২ রানের টর্ণেডো ইনিংস। এরপর বিগ ব্যাশে নেতৃত্ব দিয়ে রানার্সআপ করেছেন মেলবোর্ন স্টার্সকে।