promotional_ad

হিন্দু-মুসলিম নয়, মানুষের কথা ভাবুনঃ শোয়েব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা পাওয়া করোনাভাইরাস মোকাবেলায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শোয়েব আখতার। সঙ্কটময় এই পরিস্থিতিতে হিন্দু-মুসলিম হয়ে নয়, বরং মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়াতে বলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই তারকা পেসার। 


নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে এই আহ্বান জানান শোয়েব। একই সঙ্গে অতিরিক্ত খাবার মজুদ না করে তহবিল গঠন করার পরামর্শ দিয়েছেন শোয়েব। তাঁর ভাবনায় স্থান পেয়েছে দিন মজুররাও।  



promotional_ad

ভিডিও বার্তায় ৪৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আপনি যদি জিনিসপত্র মজুদ করতে থাকেন, দয়া করে দিনমজুরদের কথাও চিন্তাও করুন। স্টোর খালি হয়ে গেছে। আপনি যে তিন মাস বাঁচবেন তার কি গ্যারান্টি? দিনমজুরদের বিষয়টাও ভাবুন। কিভাবে সে তার পরিবারকে খাওয়াবে? হিন্দু-মুসলিম হয়ে নয়, মানুষ হয়ে মানুষের কথা ভাবুন। লোকজনের একজন আরেকজনকে সাহায্য করতে হবে। তহবিল গঠন করুন। মজুদ বন্ধ করুন।'  


মরণঘাতী করোনাভাইরাসকে আটকাতে হলে প্রত্যেক মানুষকে একত্রে ভাবতে হবে বলে বিশ্বাস করেন শোয়েব। তাঁর ভাষ্যমতে, ‘বিশ্বের আমার সমস্ত সমর্থকদের অনুরোধ করছি, করোনা ভাইরাস এক বৈশ্বিক সংকট এবং ধর্মের ওপরে ওঠে আমাদেরকে বিশ্ব শক্তি হিসেবে একত্রে ভাবতে হবে। লক-ডাউন ঘটছে যাতে এ ভাইরাস না ছড়ায়। আপনি যদি কারও সংস্পর্শে আসেন এবং জায়গায় জায়গায় সভা করেন তবে তা সাহায্য করবে না।’ 


শোয়েব আরো যোগ করেন, ‘ধনীরা বেঁচে যাবে, গরীবরা কিভাবে বাঁচবে? বিশ্বাস রাখুন। আমরা পশুর মতো বাস করছি, মানুষের মতো বাঁচুন। দয়া করে উপকারী হতে চেষ্টা করুন। এখনই সময় একজন আরেকজনকে দেখাশোনার। বিভাজনের সময় নয় এটা, আমাদেরকে মানুষের মতো বাঁচতে হবে।’ 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball