বিসিবি-বিসিসিআইদের দেখানো পথে ইসিবি

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ করা সময়ের দাবি ছিল। এবার সেই সময়ের দাবি পূরণ করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামি ২৮ মে পর্যন্ত সবধরনের ক্রিকেট নিষিদ্ধ করেছে ইংল্যান্ড। এ সময় ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ধরনের খেলাই হবে না ইংল্যান্ডে।

একটি বিবৃতিতে ইসিবি বলেছে, ''করোনাভাইরাস আতঙ্কের কারণে আগামি ২৮ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।"
এর আগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেট নিউজিল্যান্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- সব ধরনের ক্রিকেট স্থগিত করার ঘোষণা দেয়।
শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট নয়, করোনাভাইরাসের প্রভাব পড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওপরেও। পিছিয়ে দেয়া হয়েছে আইপিএল, এছাড়া সেমিফাইনাল হওয়ার আগেই স্থগিত করা হয়েছে পিএসএল।