promotional_ad

ক্রিকেটে করোনা ভাইরাসের প্রভাব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পুরো বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাস আতঙ্ক। এর প্রভাব বেশ বাজে ভাবেই পড়ছে ক্রীড়াঙ্গনে। একের পর এক বন্ধ হচ্ছে খেলা, বাতিল হচ্ছে সিরিজ, বাধাগ্রস্থ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ, খেলা হচ্ছে রুদ্ধদ্বারে।


চলুন এক নজরে দেখে আসি ক্রিকেটাঙ্গনে করোনাভাইরাসের প্রভাবে কি কি হয়েছে-


মার্চ ৩- করোনার প্রভাব প্রথম দেখা যায় চলতি মাসে ইংল্যান্ডের আসন্ন শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে। ইংলিশ খেলোয়াড়রা সিদ্ধান্ত নেন তারা লঙ্কান খেলোয়াড়দের সাথে হাত মেলাবেন না। ম্যাচের শুরুতে বা শেষে। সংক্রমণের ভয়ে হাত মেলানো থেকে বিরত থাকবেন তারা।


মার্চ ৫- চলতি মাসের পাঁচ তারিখ করোনার প্রভাবে স্থগিত করে দেয়া হয় নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়ার লিগের আসর। এটি করোনার প্রভাবে টুর্নামেন্ট স্থগিত হবার প্রথম নজির।


মার্চ ৬- এই মাসেরই ছয় তারিখ অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের চিকিৎসক দলের সাথে পরামর্শ মেনে ভারত সফরে আসার সিদ্ধান্ত নেয়।



promotional_ad

মার্চ ৯- করোনার প্রভাব পড়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজেও। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেয় জনপ্রতি একটি করে টিকেট বিক্রি করবে। জনসমাগম এড়াতেই এই সিদ্ধান্ত নেয় বিসিবি।


মার্চ ১০- দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ঘোষণা দেয় পুরো ভারত সিরিজে প্রতিপক্ষের কারো সঙ্গে করমর্দন করবে না তারা।


মার্চ ১১- আইসিসির বোর্ড মিটিং বাধা পড়ে করোনা ভাইরাসের কারণে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দলের জন্য সচেতনতামূলক একটি তালিকা প্রকাশ করে। সেখানে উল্লেখ করে দেয়া হয় কি করতে হবে এবং কোন সব কাজ থেকে বিরত থাকতে হবে করোনা ভাইরাস মোকাবেলায়।


সেই সঙ্গে একই দিন স্থগিত করে দেয়ার ঘোষণা আসে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ। করোনা প্রতিরোধে ইংল্যান্ডের ক্রিকেটাররা তাদের ভক্তদের সাথে সেলফি তোলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে করোনা উপেক্ষা করেই নিয়মিত খেলা চলতে থাকে পাকিস্তান সুপার লিগের।


মার্চ ১২- কনফারেন্স কলের মাধ্যমে বোর্ড মিটিং বসে আইসিসির। একই দিন অস্ট্রেলিয়া নারী দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করা হয়। প্রথমবারের মত রুদ্ধদ্বার ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তান সুপার লিগে। সেই সঙ্গে ফাকা গ্যালারিতে অনুষ্ঠিত হয় রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচের শেষ দিন।


এখানেই থেমে থাকেনি করোনা আতঙ্ক। করোনা ভাইরাসের প্রভাবে বাতিল করে দেয়া হয় রোড সেফটি সিরিজটিও। এদিকে আইপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন আইপিএলের ১৩তম আসর রুদ্ধদ্বার স্টেডিয়ামে শুরু করার মনোভাব ব্যক্ত করে এই দিন।



নারী বিশ্বকাপের ফাইনাল চলাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত আশঙ্কায় একজনকে অবরুদ্ধ করা হয়েছিল। সেই দর্শকের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায় মার্চের ১২ তারিখে। সঙ্গে সঙ্গে সেই দর্শকের আশেপাশে যারা ছিলেন তাদের অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।


মার্চ ১৩- এমসিসি বনাম এসেক্সের ম্যাচ স্থগিত করা হয়। সেই সাথে বাতিল করা হয় বিশ্ব ক্রিকেট কমিটির সভা। একই দিন ঘোষণা দেয়া হয় ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পেছানোর। আবারের আসর শুরু হতে যাচ্ছে আগামি ১৫ এপ্রিল থেকে।


এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আসা ইংলিশ খেলোয়াড়রা টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। আর পিএসএল কর্তৃপক্ষ এবারের আসর ৪ দিন আগে শেষ করে দেবার ঘোষণা দিয়েছেন যাতে ইংলিশ ক্রিকেটারদের দেশে ফিরে যেতে অসুবধা না হয়।


প্রথমবারের মতো দর্শকবিহীন গ্যালারিতে, রুদ্ধদ্বার স্টেডিয়ামে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের নজির তৈরী করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সিডনি স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে তারা এইভাবেই শুরু করে। সেই সঙ্গে ম্যাচের শুরুতে এবং শেষে ছিল না কোনো করমর্দনের পর্ব।


এদিকে করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে রাখা হয় অজি পেসার কেন রিচার্ডসন এবং কিউই তারকা লকি ফার্গুসনকে। রিচার্ডসন শঙ্কামুক্ত হলেও ফার্গুসনের অবস্থা পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে। এই দিন বাতিলের ঘোষণা আসে শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ বাতিলের। আর অপরদিকে দক্ষিন আফ্রিকা দল সিরিজ শুরু না করেই ভারত ত্যাগ করে দেশে ফিরে যাবার সিদ্ধান্ত নেয় করোনা আতঙ্কে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball