promotional_ad

মিডিয়ার কারণেই চাপে তামিম!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেষ দশটি ওয়ানডেতে মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল। 'দেশ সেরা' তকমা পাওয়া এই ওপেনারের পারফরম্যান্স এখন আতশি কাঁচের নিচে। ধীরগতির ব্যাটিংয়ের কারণে ভক্ত মহল ও মিডিয়ায় চলছে যথার্থ সমালোচনা। এসব তামিমকে আরও বেশি চাপে ফেলছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৪৩ বলে ২৪ রান করে ফিরে যান তামিম। পুরো ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থ হওয়া এই ওপেনারের নিবেদনের পক্ষে সাফাই গাইলেন ম্যাকেঞ্জি।



promotional_ad

সোমবার (২ মার্চ) ম্যাকেঞ্জি বলেন, 'বাংলাদেশে প্রচুর মিডিয়া। ক্রিকেটারদের এখানে পারফর্ম করা কঠিন। আমার মনে হয় সবাইকেই এখানে খুব নজরে রাখা হয়। কিন্তু আপনার তাদেরকে সুযোগ দিতে হবে। বাংলাদেশের হয়ে তামিমের রেকর্ড দেখুন এবং তাঁকে খেলতে দিন। আমার মনে হয় সবসময় আপনারা তাঁকে চাপে রাখেন।


সে পেশাদারিত্বের সঙ্গে খেলছে। আপনি সবসময় সেঞ্চুরি পাবেন না। যখন আপনি আপনার গড় পারফরম্যান্স ভালো বা খারাপ রাখবেন- তখন কিন্তু আপনি একইভাবে থাকবেন। খেলার প্রতি আপনার নিবেদন একই থাকবে। ক্রিকেটে আমরা যখন ভালো করি তখন আমরা অনেক ভালো করি আর যখন আমরা খারাপ করি তখন আমরা অনেক খারাপ করি।


তামিম দ্রুত ছন্দে ফিরবেন বলে আশা প্রকাশ করছেন ম্যাকেঞ্জি। ইংল্যান্ড বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের পর ফিটনেস ভালো করা নিয়ে তামিমের কাজকর্ম ভালো লেগেছে তাঁর।  



ম্যাকেঞ্জি আরও বলেন, 'আমি তামিমকে নিয়ে একটুও ভাবছি না। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অনেক কঠিন। এমন না যে সে চেষ্টা করছে না বা সে ফিট না। সে ক্যারিয়ারে এতো বেশি ফিট কখনোই ছিল না। সে খেলার জন্য অনেক প্রস্তুতি নিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball