রণকৌশল জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে রণ কৌশল সাজাচ্ছে জিম্বাবুয়ে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামার আগে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সফরকারী দলের অধিনায়ক চামু চিভাবা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার (১ মার্চ) মাশরাফি বিন মুর্তজাদের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে এদিন কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন জিম্বাবুয়ে দলপতি। আর এই কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তিনি।

নিজেদের রণকৌশল সম্পর্কে চিভাবা বলেন, 'আমরা বাংলাদেশ দলের কাছ থেকে কি প্রত্যাশা করছি সেটা জানিয়েছি। অবশ্যই এখানে অনেক স্পিন থাকবে এবং আমাদের বাংলাদেশের স্পিন নিয়ে অনেক কাজ করতে হবে। আমরা আমাদের স্কিলেও উন্নতি করছি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা আক্রমণাত্মক খেলতে চাই এবং আমি মনে করি ওয়ানডে ক্রিকেট এই সুযোগ করে দেয় আমাদের।'
এই সিলেটের মাঠেই ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে ১৫১ রানে হারায় সফরকারীরা। সেই জয় থেকেই এবার আত্মবিশ্বাসের খোরাক পাচ্ছেন চিভাবা।
বাংলাদেশের কন্ডিশনে সিলেটে মাটিতে প্রাপ্ত সেই জয়কে রসদ করে ওয়ানডেতে মাঠে নামতে চান জিম্বাবুয়ে অধিনায়ক। চিভাবার ভাষ্যমতে, 'অবশ্যই আমরা এখানে একটি টেস্ট ম্যাচ জিতেছি। সেটা আমাদের জন্য বোনাস ছিল। এটি আমাদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে এই কন্ডিশনে।'