promotional_ad

সেই কেপটাউনেই সিরিজ জেতালেন স্মিথ-ওয়ার্নাররা

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কেপটাউনে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।


কেপটাউনে বল বিকৃতির কারণে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর এই প্রথম কেপটাউনে খেলতে নেমেছেন সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান। খেলতে নেমে দুজনই পেয়েছেন রানের দেখা।


টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়ার্নার। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেন ৫৫ রান। দুজনই খেলেন ৩৭ টি করে বল। এছাড়া পাঁচ নম্বরে নামা স্টিভ স্মিথ করেন ১৫ বলে অপরাজিত ৩০ রান।



promotional_ad

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা, অনরিচ নর্তজে, লুঙ্গি এনগিদি, ডুয়ান প্রিটোরিয়াস ও তাবরাইজ শামসি- একটি করে উইকেট লাভ করেন।


জবাবে ব্যাটিং করতে নেমে মিচেল স্টার্ক ও অ্যাস্টন অ্যাগারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে দলটির। সর্বোচ্চ ২৪ রান আসে ওপেনার ভ্যান ডার ডাসেনের ব্যাট থেকে।


২২ রান করেন হেনরিক ক্লাসেন। এ ছাড়া ডেভিড মিলার ১৫ ও ডুয়ান প্রিটোরিয়াস ১১ রান করেন। ৯৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন স্টার্ক এবং অ্যাগার। দুটি উইকেট নেন অ্যাডাম জাম্পা।


সংক্ষিপ্ত স্কোরঃ



অস্ট্রেলিয়াঃ ১৯৩/৫ (২০ ওভার)
(ওয়ার্নার ৫৭, ফিঞ্চ ৫৫, স্মিথ ৩০*; শামসি ১/২৫)
দক্ষিণ আফ্রিকাঃ ৯৬/১০ (১৫.৩ ওভার)
(ডাসেন ২৪; অ্যাগার ৩/১৬, স্টার্ক ৩/২৩)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball