বিশ্বকাপ বাছাইপর্বে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটার নিষিদ্ধ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ফিক্সিং করার দায়ে ওমানের এক ক্রিকেটারকে সাত বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নিষিদ্ধ হওয়া সেই ক্রিকেটারের নাম ইউসুফ আব্দুলরহিম আল বালুশি। তিন জন জুয়াড়ির সঙ্গে ওঠা বসা ছিল ইউসুফের। তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি তদন্তের মাধ্যমে বের করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ।

তদন্তে আরও জানা যায়, ফিক্সিং করার জন্য দলের কোনো এক সতীর্থকে চাপ প্রয়োগ করেন ইউসুফ। নিজের নামে অভিযোগ আসার পর ফিক্সিংয়??র ঘটনাটি নিজেই স্বীকার করেন ইউসুফ।
যদিও মোবাইল থেকে ফিক্সিংয়ের সব আলামত সরিয়ে নেন তিনি। অন্য ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার বিষয়টিকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে দেখে আইসিসি। এসব ইস্যুতে আজীবন নিষেধাজ্ঞাও দিয়ে থাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সব মিলিয়ে ইউসুফের ওপর চারটি অভিযোগ আসে। প্রথমটি হচ্ছে সতীর্থ ক্রিকেটারকে প্রস্তাব দেয়া। দ্বিতীয়টি, জুয়াড়ির সংযোগে এসে আইসিসিকে না জানানো। তৃতীয়টি, মোবাইল থেকে প্রমাণাদি সরিয়ে ফেলা ও চতুর্থটি হচ্ছে, আইসিসির নীতিমালা ভঙ্গ করা।