ওয়াদা পূরণ করলেন মুমিনুল
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে তিন উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ।
অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি মুমিনুলেরঃ
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম ব্যাট করছেন। টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল। অধিনায়ক হিসেবে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।

এই টেস্ট শুরুর আগের দিন মুমিনুল বলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত একটি সেঞ্চুরি করবে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। এবার সেই কথা নিজেই রাখলেন মুমিনুল।
অপরদিকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ২৬৫/১০ (১০৬.৩ ওভার)
(আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; নাঈম ৪/৭০, রাহি ৪/৭১)
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ২৯৪/৩ (৮৩.৫ ওভার)
(মুমিনুল ১০২*, মুশফিক ৬১*)
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশঃ প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমা, এইন্সলে এনডিলোভু ও ভিক্টর নায়াউচি।