পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন স্যামি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। দেশটির ক্রিকেটে বড় অবদান রাখার জন্য স্যামিকে বেসামরিক পুরষ্কার ও সম্মানসূচক নাগরিকত্ব দিচ্ছে পাকিস্তান।
শনিবার এক টুইট বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে শীঘ্রই পাকিস্তানের রাষ্ট্রপতি স্যামিকে নাগরিকত্ব প্রদান করবেন। এরপর স্যামিই হবেন পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া প্রথম ক্যারিবিয়ান ক্রিকেটার।

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশওয়ার জালমির অধিনায়কত্ব করা স্যামি সম্প্রতি পাকিস্তানের নাগরিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে স্যামির হয়ে পাকিস্তান সরকারের কাছে নাগরিকত্বের আবেদন করেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদি।
জানা গেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তার কাছে পাঠানো স্যামির আবেদন পত্রে এরই মধ্যে স্বাক্ষর করে দিয়েছেন। এবার পাকিস্তানি নাগরিক হিসেবে আগামী ২৩ মার্চ ইসলামাদে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান-ই পাকিস্তান গ্রহণ করবেন তিনি।
একমাত্র ক্রিকেটার হিসেবে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছেন ড্যারেন স্যামি। সাবেক এই ক্যারিবিয়ান অধিনায়ক টানা পাঁচ মৌসুম পিএসএলেখেলছেন। প্রতিবারই পাকিস্তানে এসে সে দেশের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। স্যামিই প্রথম আন্তর্জাতিক তারকা ক্রিকেটার, যিনি পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হয়েছিলেন। তখন থেকেই এই ক্যারিবিয়ান ক্রিকেটারের পাকিস্তান প্রেমের শুরু।