জুয়াড়িদের সঙ্গে কথা বলেছিলেন উমর আকমল

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিতর্ক পিছু ছাড়ছে না উমর আকমলের। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি বিরোধী নীতিমালা ভাঙার দায়ে নিষিদ্ধ হয়েছেন তিনি।
এবার জানা গেছে জুয়াড়িদের সঙ্গে কথা বলেছিলেন উমর। সেই কথা স্বীকার করে নিয়েছেন তিনি। এই ঘটনাত জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুর কিছুক্ষণ আগে নিষিদ্ধ করা হয় তাঁকে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ নিশ্চিত করেছে পিসিবির দুর্নীতিবিরোধী সংস্থার কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন উমর। এ কারণে তাঁকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি।
জিও নিউজের এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন সংবাদ সংস্থাটির জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আবদুল মাজিদ ভাট্টি। সেখানে ভাট্টি বলেছেন, পিসিবির কাছে আকমল ও জুয়াড়িদের সব আলাপ রেকর্ড করা আছে।
বোর্ডের দুর্নীতিবিরোধী সংস্থা চার দিন ধরে আকমলের কাছে আসা সব সন্দেহজনক ফোন নজরে রেখেছে। এরপর তারা তথ্য উপাত্ত ঘেটে উমরের এই কাণ্ডের ব্যাপারে নিশ্চিত হয়েছে।
পিসিবির দুর্নীতিবিরোধী সংস্থা উমরকে জিজ্ঞাসাবাদের সময় সেখানে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। এ ছাড়াও পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান, আকমলের পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কোচ মঈন ছিলেন সেখানে।