টানা ছয় ওভার রান পায়নি জিম্বাবুয়ে ওপেনাররা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
টানা ছয় ওভার রান পায়নি জিম্বাবুয়ে ওপেনাররাঃ

শুরু থেকেই আগ্রাসি ক্রিকেট খেলছে বাংলাদেশ। উইকেটের সুবিধা নিতে চাচ্ছেন পেসাররা। তিন স্লিপ ও এক গালি ফিল্ডার নিয়ে বোলিং করে যাচ্ছেন আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। টানা ছয় ওভার করেছেন দুজন।
এই ছয় ওভারে ব্যাট থেকে কোনও রান পায়নি জিম্বাবুয়ে ওপেনাররা। পঞ্চম ওভারে অবশ্য একটি ওয়াইড দেন এবাদত। এখন পর্যন্ত সেটিই জিম্বাবুয়ের দলীয় রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ১/০ (৬ ওভার)
(মাসভাউরে ০*, কাসুজা ০*)
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশঃ প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর, টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমা, এইন্সলে এনডিলোভু ও ভিক্টর নায়াউচি।