স্পিনিং উইকেট নিয়ে নির্ভার জিম্বাবুয়ে
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে ঘরের মাটিতে সাধারণত স্পিনিং উইকেটে খেলে বাংলাদেশ। এমনটা জানা আছে জিম্বাবুয়ের। মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়েই খেলতে এসেছে তারা।
কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। সিরিজে ১-০ ব্যবধানে অবশ্য হেরে যায় জিম্বাবুয়ে। তবে দলটি লড়াই চালিয়ে গিয়েছে সমানতালে। সেখান থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত।

তিনি বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দুটি ম্যাচেই ভালো খেলেছি। শ্রীলঙ্কার ভালো স্পিনার ছিল। আমরা সেটার জন্য প্রস্তুতি নিয়েছি। শেষবার আমরা যখন এসেছি তখনও আমরা জানতাম বাংলাদেশ স্পিন সহায়ক উইকেট তৈরি করবে। আমরা প্রস্তুতি নিয়ে এসেছি।'
গত বছরও বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলে জিম্বাবুয়ে। সিরিজের একটি টেস্ট ম্যাচে জিতেও নেয় তারা। সেই আত্মবিশ্বাসে হাওয়ায় ভাসছেন না কোচ রাজপুত। জমজমাট একটি ম্যাচের প্রত্যাশায় তিনি।
আরো বলেন, '২০১৯ সালের বাংলাদেশ সফর এখন ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুটো টেস্ট ম্যাচ খেলে আমরা এখানে এসেছি। ছেলেরা খেলার মধ্যেই আছে।
আমি নিশ্চিত খেলা জমে যাবে। বাংলাদেশ তাদের ঘরের মাটিতে যথেষ্ট ভালো। কিন্তু আমরা তাদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করতে প্রস্তুত।'