ক্রিকেটকে বিদায় বললেন ওঝা

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রজ্ঞান ওঝা। ভারতের বাঁহাতি এই স্পিনার দীর্ঘদিন ধরেই প্রতিযোগীতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। গত এক বছর ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি তাঁকে।
সর্বশেষ ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে খেলেছিলেন তিনি। এবার সব ধরণের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এই স্পিনার।

শুক্রবার এক দীর্ঘ টুইট বার্তায় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওঝা। ২০০৮ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাঁর। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন তিনি।
২০০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সাদা পোষাকে খেলতে নামেন এই স্পিনার। তিন ফরম্যাটের ক্রিকেট খেললেও টেস্টেই তুলনামূলক সফল ছিলেন ওঝা। ২৪ টেস্টে ১১৩ উইকেট নিয়েছেন তিনি।
এ ছাড়া ১৮টি ওয়ানডে খেলে ২১ উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। ৬টি টি-টোয়েন্টিতে ১০টি উইকেট দখলে রয়েছে তাঁর। ২০০৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডেকান চার্জার্সের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি।