হ্যাজেলউড ছাড়াও অস্ট্রেলিয়া শক্তিশালীঃ কামিন্স

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
জশ হ্যাজেলউডের মতো দুর্দান্ত পেসার ছাড়াও অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী, এমনটা মনে করছেন দেশটির আরেক গতি তারকা প্যাট কামিন্স।
চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠ???ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে শক্তিশালী স্কোয়াড গোছানোয় ব্যস্ত সবগুলো দল। ওয়ানডে এবং টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতানো হ্যাজেলউড অবশ্য লম্বা সময় ধরে টি-টোয়েন্টি খেলেন না।

২০১৬ সালের মার্চ মাস থেকেই অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নেই তিনি। তবে সম্প্রতি বিগ ব্যাশে খেলেছেন হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসরে সিডনি সিক্সার্সকে শিরোপা জেতাতে পাঁচ ম্যাচে মাত্র ৬.২২ ইকোনমি রেটে পাঁচটি উইকেট নেন হ্যাজেলউড।
তাঁর এমন পারফরম্যান্সে চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। শক্তিশালী স্কোয়াড গড়তে হ্যাজেলউড ছাড়াও ঝাই রিচার্ডসন, শন অ্যাবটদের পারফরম্যান্স ভাবিয়ে তুলছে তাদের। পুরো বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন কামিন্স।
'এটা একটু দুঃখজনক। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে তাঁর (হ্যাজেলউড) সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে বিগ ব্যাশ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সে ওভাবে খেলার সুযোগ পায়নি। তাই বিগ ব্যাশে নিয়মিত খেলার আগে টি-টোয়েন্টিতে সে বা তার মতো যারা আছে, তারা কেমন এটা বলাটা কঠিন।
বিগ ব্যাশে আপনি তাদের জাত চিনতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে সে ছাড়াও বাকি বোলাররা কোথাও না কোথাও ভালো বল করছেই, যা প্রমাণ করে অস্ট্রেলিয়ার বোলিং কতোটা শক্তিশালী।', বলেছেন কামিন্স।