promotional_ad

সিরিজে ফেরার লড়াই ইংল্যান্ডের

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।


সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করেছে প্রোটিয়ারা। তারা শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে এক রানের ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।



promotional_ad

শুক্রবার জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে কুইন্টন ডি ককের দল। যদিও সিরিজে টিকে থাকতে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ইংলিশরা।


ব্যাটিংয়ের শক্তি বাড়াতে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাও একাদশে পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞ ব্যাটসম্যান রিজা হ্যান্ডরিক্স জায়গা পেতে পারেন ডুয়াইন প্রিটোরিয়াসের জায়গায়।প্রোটিয়া ব্যাটসম্যান টেম্বা বাভুমা জানিয়েছেন, এই ম্যাচে কোনো ভাবেই হারতে চান না তারা।


বাভুমা বলেছেন, 'এমন পরিস্থিতিতে থেকে আমরা ১-১ ব্যবধান নিয়ে সেঞ্চুরিয়নে যেতে চাই না। আমরা সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে এই মূহুর্তে এগিয়ে আছি। এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিৎ।'



সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন লুঙ্গি এনগিদি। ইংলিশ দলপতি ইয়ন মরগান জানিয়েছেন, এই প্রোটিয়া পেসারের বিপক্ষে পাল্টা পরিকল্পনা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তাঁরা।


মরগান বলেছেন, 'এটা আমাদের আরেকটি সুযোগ। আমাদের চেষ্টা করতে হবে এবং তার বিপক্ষে আরেকটি পাল্টা পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং অন্য কাউকে টার্গেট করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball