বল গায়ে লাগায় দুই কিশোরকে গুলি!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের উত্তরখণ্ড প্রদেশের একটি গ্রামে বল গায়ে লাগার কারণে কিশোর বয়সী দুই ক্রিকেটারকে গুলি করেছেন স্থানীয় এক যুবক। বৃহস্পতিবারের এই ঘটনায় কেউ মারা না গেলেও এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন ডাক্তার।
খাওয়ারা নামক গ্রামে ক্রিকেট খেলায় মগ্ন ছিল কয়েকজন কিশোর। তাদের পাশেই আড্ডা দেন দুই যুবক। হঠাৎ বলটি ওই দুই যুবকের একজনের গায়ে লাগে।

বিষয়টি অত্যন্ত স্বাভাবিক হলেও দুই যুবকের কেউই তা হালকাভাবে নেননি। বল ফেরত দেয়ার মুহূর্তে কিশোরদের সঙ্গে কথা কাটাকাটি হয় দুই যুবকের।
এরপর পিস্তল বের করে ওই দুই কিশোরের দিকে গুলি ছোঁড়েন যুবকদের একজন। এই গুলি দুইজনের গায়েই লাগে। আশপাশের মানুষ জড়ো হয়ে তাদের হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে ভর্তি করানোর পর কর্তব্যরত ডাক্তার জানান, ১১ বছর বয়সী এক কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। আশঙ্কামুক্ত হলেও ডাক্তারের সান্নিধ্যে আছেন আরেক কিশোর।
উত্তরখণ্ড থেকে ভারতীয় দলে উঠে এসেছেন মানিশ পান্ডে,ঋষভ পান্তের মতো ক্রিকেটাররা।